skip to main |
skip to sidebar
বাংলার ফুল
শাপলা (Water Lily):
শাপলা বাংলাদেশের জাতীয় ফুল।বাংলাদেশের নদী-নালা, খাল-বিল, পুকুর সব পানিতেই শাপলা ফুল ভেসে বেরাতে পারে। সাধারনত দুই ধরনের রঙের শাপলা ফুল দেখা যায়। একটি সাদা এবং অপরটি গোলাপী। শাপলা ফুল বাংলাদেশের সৌন্দর্য্য বর্ধনের পাশাপাশি শাপলা বাংলাদেশীদের একটি সুস্বাদু খাবার উপকরন হিসেবে ব্যাবহহৃত হয়ে থাকে।