বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। প্রধানমন্ত্রি হলেন দেশের সর্বাধিক ক্ষমতার অধিকারী। বাংলাদেশের সংবিধান লিখিত হয়েছে ১৯৭১ সালে এবং এ পর্যন্ত ১৩ বার সংবিধান সংশোধনী প্রকাশিত হয়েছে।
রাজনীতিক দল ও নির্বাচনঃ
1. বাংলাদেশ আওয়ামী লীগ ঃ
বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল এবং বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগ এর জন্ম ১৯৪৯ সালে। করে।২০০৮ সালের ২৯ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ২৩০টি আসন লাভ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।
দলের প্রধাণ- শেখ হাসিনা
প্রতিষ্ঠাকাল- ২৩ শে জুন, ১৯৪৯
সদর দপ্তর- বংগবন্ধু এভিন্যু, ঢাকা, বাংলাদেশ।
দলের প্রতীক- নৌকা
ওয়েব পেজ- http://www.albd.org/autoalbd/index.php
2. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। ৩০ এপ্রিল ১৯৭৭ সালে জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্য ১৯ দফা কর্মসূচি শুরু করেন। জেনারেল জিয়া যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচন করবেন তখন তার নেতৃত্বে জাতীয়তাবাদী গনতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার।
দলের প্রধাণ- বেগম খালেদা জিয়া
প্রতিষ্ঠাকাল-
সদর দপ্তর-
দলীয় প্রতীক- ধানের শীষ
ওয়েব পেজ- http://www.bnp-bd.com/news.php
3. জামায়াতে ইসলামী বাংলাদেশ (সম্প্রতি পরিত্যাক্ত ঘোষিত হয়েছে)
4. বাংলাদেশ জাতীয় পার্টি
5. জাতীয় পার্টি- হুসাইন মুহাম্মদ এরশাদ (En. National Party)
6. জাতীয় পার্টি (মঞ্জু)
7. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
8. ইসলামী ঐক্যজোট
9. গণসংহতি আন্দোলন
10. জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু)
11. পূর্ব বাংলার সর্বহারা পার্টি
12. বাংলাদেশ হিন্দু লীগ
13. বাংলাদেশের ওযার্কার্স পার্টি
14. বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
15. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
16. লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)
17. বাংলাদেশ মুসলিম লীগ
সুত্রঃ (en.wikipedia.org)
Guess What I've Been Working On ...
৮ বছর আগে